সুখ, টাকা এবং ঝরে যাওয়া আইনস্টাইনরা (দৈনিক যুগান্তর, মার্চ ২০১৮)
টাকায় সুখ মেলে? বহু পুরনো প্রশ্ন এটি। তবে আজ অবধি নিরর্থক হয়ে যায়নি। এ প্রশ্নের উত্তর সবার একইরকম হবে না; তথাপি বেশিরভাগ মানুষ একমত হবেন যে, ‘জগৎ এমনই ভয়ানক স্থান যে, টাকা না থাকিলে তাহার স্থান কোথাও নাই, সমাজে নাই, স্বজাতির নিকটে নাই, ভ্রাতা ভগ্নীর নিকট কথাটার প্রত্যাশা নাই’ (বিষাদ সিন্ধু, মীর মশাররফ হোসেন)। তবে প্রশ্ন থেকে যায়, সুখী হতে হলে ঠিক কত টাকা দরকার, মানে অঙ্কের হিসাবে পরিমাণটা কত? আমার ধারণা ছিল এ প্রশ্নের উত্তর কারও পক্ষেই জানা সম্ভব…